২৬ জুন ২০২৪, বুধবার



লঙ্কানদের কাছে হেরে টাইগারদের স্বপ্নভঙ্গ

ক্রীড়া ডেস্ক || ১০ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৯ এএম
লঙ্কানদের কাছে হেরে টাইগারদের স্বপ্নভঙ্গ


এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে লঙ্কানদের কাছে হেরে ফাইনালের স্বপ্ন ধূলিসাৎ সাকিবদের। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে ২১ রানে হেরে এশিয়ার বিশ্বকাপ মিশন শেষ তাদের।

শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলে তারা। জবাবে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ১ বল খেলে ২৩৬ রানেই সব উইকেট হারায় টাইগাররা। এদিকে, গ্রুপপর্বেও লঙ্কানদের কাছে হেরেছিল টাইগাররা।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৯৩ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরে যায় ৭ উইকেটের বড় ব্যবধানে।

আজ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। কঠিন সমীকরণের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২১ রানে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় টাইগাররা। 

শ্রীলংকার ২১ রানের জয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেন মাহিশ তিকশানা, মাথিশা পাতিরানা ও দাসুন শানাকা। আর বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট নেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ২ উইকেট নেন আরেক পেসার শরিফুল ইসলাম।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন