১৬ জুন ২০২৪, রবিবার



এক বাঘাইড়েই ৭৫ হাজার টাকা

টাঙ্গাইল সংবাদদাতা || ০৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:৩২ পিএম
এক বাঘাইড়েই ৭৫ হাজার টাকা


টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করেন বাবলু হালদার। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে এই বাঘাইড় মাছ বিক্রি করা হয়েছে।

এর আগে, সকালে সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকার যমুনা নদী থেকে এক জেলের কাছ থেকে কিনে আনেন বাবলু হালদার। এরপর দুপুরে মাছটি গোবিন্দাসী মাছ বাজারে আনলে মধুপুর উপজেলার গারোবাজারের সুজন ৭৫ হাজার টাকায় কিনে নেন। 

এই প্রসঙ্গে ক্রেতা সুজন বলেন, ‘কয়েকজন মিলে বিশাল বাঘাইড় মাছটি ভাগ করে নিয়েছি।’ 

 বাবলু হালদার বলেন, ‘সকালে বেলকুচি যমুনা নদী থেকে বাঘাইর মাছটি কিনে বিক্রি করার জন্য গোবিন্দাসী মাছ বাজারে নিয়েছিলাম। পরে সুজনের কাছে বিক্রি করেছি।’ 

ঢাকা বিজনেস/নোমান/এনই/ 



আরো পড়ুন