বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ওমর সানী। অনেক দর্শকপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেছেন। সামাজিক নানা ইস্যুতেও নিজের অভিমত প্রকাশ করেন তিনি। সরব থাকেন ব্যক্তিগত জীবন নিয়েও। ভক্তদের সঙ্গে নিয়মিতই সামাজিক যোগাযোগ মাধ্যমে আড্ডা দেওয়া এই অভিনেতা এবার দেশের ওটিটি ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন। জানালেন নিজের ব্যক্তিগত মতামত।
এবারের ঈদে দেশের ওটিটি প্ল্যাটফর্মে মোট ৪টি ওয়েব সিরিজ মুক্তি দেওয়া হয়েছে। যার মধ্যে নির্মাতা শিহাব শাহিনের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটি নিয়ে দর্শক মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। সেই আলোচনায় এবার ঘি ঢাললেন সানী। ৪ লাইনের একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ওয়েব সিরিজে যা দেখলাম তাতে মনে হচ্ছে ব্লু ফিল্ম চালাবার একটা পাঁয়তারা চলছে। আর এটা যদি হয় শৈল্পিক, তাহলে ময়ূরী মুনমুনকে কিছু পরিচালক ল্যাংটা বলতেন। আর এখন কি দেখছেন, গাধার বাচ্চা। পিছনে ফিরে তাকাই।’
এর আগে অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন সানী। তার মতে, দেশের ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয় বাণিজ্যিকভাবে। যেখানে অর্থের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
প্রসঙ্গত, সিনেমা থেকে কিছুটা দূরে থাকা ওমর সানীকে সবশেষ ‘সোনার চর’ সিনেমায় শুটিং করতে দেখা যায়। এখন সিনেমাটি মুক্তির অপেক্ষায়।
ঢাকা বিজনেস/এন/