০৬ এপ্রিল ২০২৫, রবিবার



টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় ২ অটো যাত্রী নিহত

টাঙ্গাইল করেসপন্ডেন্ট || ১১ জুলাই, ২০২৩, ০৯:৩৭ এএম
টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় ২ অটো যাত্রী নিহত


টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোর ২ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ৭ জন আহত হন। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

এ ব্যাপারে কালিহাতী থানার এসআই মিন্টু ঘোষ ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের দায়িত্বরত ট্রাফিক বক্সের এএসআই আতিকুর রহমান বলেন, ‘ভূঞাপুরের দিক থেকে ছেড়ে আসা ইট বোঝাই একটি ট্রলি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভূঞাপুরগামী একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও সিএনজি’র অন্তত ৯ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।’ 

তারা আরও বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাক ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। আহত একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’  

নোমান/এইচ



আরো পড়ুন