২৬ জুন ২০২৪, বুধবার



‘আলুর দাম নিয়ন্ত্রণে কাল থেকে বিশেষ অভিযান’

স্টাফ রিপোর্টার || ১২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:০৯ পিএম
‘আলুর দাম নিয়ন্ত্রণে কাল থেকে বিশেষ অভিযান’


দেশের বাজারে আলুর দাম অস্বাভাবিকভাবে বাড়ায় কাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ‌‘কারসাজি করে যারা আলুর দাম বাড়িয়েছে, তাদের আইনের আওতায় আনতে এবং বাজার নিয়ন্ত্রণে কাল দেশে সারাদেশে বিশেষ  অভিযান পরিচালনা করা হবে।’

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কাওরানবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে আলুর মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে পাইকারি, খুচরা বিক্রেতা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে মতবিনিময় সভায় তিনি এতথ্য জানান। 

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আমরা কোল্ড স্টোরেজ মালিক, ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষি মন্ত্রণালয় থেকে তথ্য নিয়েছি, বাজারে সরেজমিনে দেখেছি দেশের বাজারে বর্তমানে আলু প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে। এখন বাজারে ৩৫-৩৬ টাকা আলুর দাম যৌক্তিক। ৫০ টাকা কাম্য নয়। যারা কারসাজি করে আলুর দাম বাড়িয়েছেন, তাদের দমনে কাল থেকে সারাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযান চলবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় মহাপরিচালক ভোক্তা অধিকারের মাঠকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে। বাজারে যদি পাকা ভাউচার ছাড়া কোনো আড়তদার আলু বিক্রি করেন, তাহলে তাদের আলু বাজেয়াপ্ত করে ৩৫ টাকায় বিক্রি করে দেবেন।’ 

এসময় মতবিনিময় সভায় কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘পাইকারি বাজারে আলু ২৮ টাকা এবং খুচরা বাজারে ৩৬ টাকা হতে পারে। ৫০ কেন হবে? একটি মহল আলু মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। সরকার চাইলে আলুর মৌসুমে আলু সংগ্রহ করে রাখতে পারে। যখন বাজারে সংকট তৈরি হবে, তখন সরবরাহ করলে কেউ কারসাজি করে আলুর দাম বাড়াতে পারবে না।’

সভায় এফবিসিসি আইয়ের পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘আমার ব্যক্তিগত ১১টি কোল্ড স্টোরেজ রয়েছে। যখনই বাজারে আলুর দাম বাড়তি, তখনই আমি আমার স্টোরেজের আলুর মালিকদের দৃষ্টি আকর্ষণ করে তিনবার নোটিশ দিয়েছি, তারা যাতে এখান থেকে আলু বের করে বাজারে সরবরাহ করেন, বাজারে আলুর যোগান বাড়ান। ইতোমধ্যে ৬০ শতাংশ আলু আমাদের কোল্ড স্টোরেজ থেকে বের করা হয়েছে। বলতে পারি, বাজারে মনিটরিং বাড়ালে আলুর দাম কমবে।’ 

ঢাকা বিজনেস/মাহি/এন



আরো পড়ুন