১৮ মে ২০২৪, শনিবার



একদিনে এলো ১৩ ট্রাক আলু

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ৩১ মার্চ, ২০২৪, ০৩:০৩ পিএম
একদিনে এলো ১৩ ট্রাক আলু


দেশে আলুর বাজার বেড়ে যাওয়ায় ফের ভারত থেকে আলু আমদানিতে জোর দিয়েছেন ব্যবসায়ীরা।  শনিবার (৩০ মার্চ) একদিনেই ভারত থেকে আনা হয়েছে  ১৩ ভারতীয় ট্রাকে ৩৩২ মেট্রিক টন আলু। আমদানিকারকেরা বলছেন, বাজারে আলুর বাজার স্বাভাবিক রাখতে তারা আবারও আলু আমদানিতে জোর দিয়েছেন। 

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বন্দর অভ্যন্তরে প্রতিকেজি আলু শনিবার (৩০ মার্চ) ৩১ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর হিলি বাজারে প্রতিকেজি দেশি আলু প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে।

রোববার (৩১ মার্চ) আমদানিকারক মেসার্স মনোয়ার চৌধুরীর প্রতিনিধি মো. রুবেল হোসেন বলেন, ‘সরকার ১ ফেব্রুয়ারি  ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয়। এরপর আমদানিকারকেরা ৭ ফেব্রুয়রি পর্যন্ত হিলিবন্দর দিয়ে আলু আমদানি করেন। কিন্তু আলু আমদানিতে লোকসান দেখা দেওয়ায় একমাস আমদানি বন্ধ রাখেন ব্যবসায়ীরা।’

রুবেল আরও বলেন, ‘একমাস পর আলুর চাহিদা ও দাম বাড়ায় ৯ মার্চ থেকে আমদানিকারকেরা আবারও আলু আমদানি শুরু করেন। তারপর থেকে প্রতিদিনই হিলিবন্দর দিয়ে আলু আমদানি হচ্ছে। তবে গতকাল শনিবার সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ ট্রাক আলু আমদানি হয়েছে।’

এদিকে বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, বন্দর অভ্যন্তরে প্রতিকেজি ভারতীয় আলু ৩১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব আলু চলে যাচ্ছে হিলির বাহিরে। 

হিলি বাজারের আলু বিক্রেতা মো. সাদ্দাম হোসেন বলেন, ‘হিলি বাজারে প্রতিকেজি দেশি আলু বিক্রি হচ্ছে প্রকারভেদে ৩৫ থেকে ৪০ টাকায়। তবে ভারতীয় আলু সব হিলির বাইরে চলে যাচ্ছে। স্থানীয় বাজারে ভারতীয় আলু আসছে না।’

হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী প্রকৌশলী মো. ইউসুফ আলী বলেন, ‘দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে গেলো ১ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। হিলি বন্দরের ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পান। ৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি শুরু হয়। মাত্র ৪ দিন ৭ মার্চ পর্যন্ত আলু আমদানি করা হয়। এরপর ৮  মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত একমাস আলু আমদানি বন্ধ থাকে। ৯ এপ্রিল থেকে আবারও আমদানি শুরু হয়।’

পানামা হিলি পোর্ট-এর জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘গতকাল শনিবার (৩০ মার্চ) হিলিবন্দর দিয়ে ১৩ ভারতীয় ট্রাকে ৩৩২ মেট্রিক টন আলু আসে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে আলুগুলো দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাচ্ছেন আমদানিকারকেরা।’

ঢাকা বিজনেস/এনই/




আরো পড়ুন