২৬ জুন ২০২৪, বুধবার



ব্লক মার্কেটে লেনদেন ২৮ কোটি টাকার

স্টাফ রিপোর্টার || ২০ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
ব্লক মার্কেটে লেনদেন ২৮ কোটি টাকার


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। রোববার (২০ আগস্ট) কোম্পানিগুলোর মোট ৪০ লাখ ৯৮ হাজার ৪১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ১০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটি ৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এমারেল্ড অয়েল ৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ ব্যাংক ১ কোটি ৪০ লাখ টাকা, লাফার্জহোলসিম ১ কোটি ৩ লাখ টাকা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৬৭ লাখ টাকা ও বেক্সিমকো ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন