২৬ জুন ২০২৪, বুধবার



কক্সবাজারে পুলিশের ওপর হামলা-অস্ত্র ছিনতাই: আটক ১৪

কক্সবাজার সংবাদদাতা || ২৬ এপ্রিল, ২০২৩, ০৬:০৪ পিএম
কক্সবাজারে পুলিশের ওপর হামলা-অস্ত্র ছিনতাই: আটক ১৪


কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ।  বুধবার (২৬ এপ্রিল) দিনব্যাপী অভিযান চালিয়ে তাগের গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতে এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন নিয়মিত টহলের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। ওই সময় পাহাড়ি এলাকায় ধারালো অস্ত্র (কিরিচ) হাতে এক ব্যক্তিকে দেখে পুলিশ সদস্যরা তার দিকে যান। তখন একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালায়। এতে আহত হন এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুন। সন্ত্রাসীরা তাদের অস্ত্রও ছিনিয়ে নেয়। 

পুলিশ সুপার আরও জানান, এরপর অতিরিক্ত পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে। এ সময়  সন্দেহজনক ১৪ জনকে আটক করা হয়েছে। তবে, আটকদের ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানানো হয়নি।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

ঢাকা বিজনেস/আনাম/এনই/



আরো পড়ুন