২৬ জুন ২০২৪, বুধবার



দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || ২৪ অক্টোবর, ২০২৩, ১০:১০ পিএম
দক্ষিণ আফ্রিকার কাছে বড় হার বাংলাদেশের


উইকেট বিলানোর প্রতিযোগিতায় একমাত্র ব্যতিক্রম লড়াকু ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়ছেন। তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবুও দলকে তিনি রক্ষা করতে পারেননি।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ওয়াংখেড়েতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তুলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১৭৪ রান করেছেন ডি কক। 

এদিকে, বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান মাহমুদ। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রানে থেমেছে বাংলাদেশ। এতে ১৪৯ রানে হেরেছে বাংলাদেশ। সর্বোচ্চ ১১১ রান এসেছে মাহমুদউল্লাহর ব্যাট থেকে।

এদিকে, সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল টাইগারবাহিনী। প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জিতে ভালো কিছুর ইঙ্গিতও দিয়েছিল। কিন্তু পরবর্তী চার ম্যাচে যেন নিজেদের ছায়া হয়েই থাকতে হলো বাংলাদেশকে।

ঢাকা বিজনেস/এইচ 



আরো পড়ুন