১৮ মে ২০২৪, শনিবার



দুর্নীতির অভিযোগ ওঠায় পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ঢাকা বিজনেস ডেস্ক || ০৮ নভেম্বর, ২০২৩, ০১:১১ পিএম
দুর্নীতির অভিযোগ ওঠায় পর্তুগালের প্রধানমন্ত্রীর পদত্যাগ আন্তোনিও কস্তা (ছবি: আল জাজিরা)


দুর্নীতির অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তার চিফ অব স্টাফ আটকের কয়েক ঘণ্টার মধ্যে অ্যান্তোনিও কস্তা এই পদত্যাগের ঘোষণা দেন। মঙ্গলবার (৭ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পর্তুগালে লিথিয়াম উত্তোলন ও হাইড্রোজেন প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী আন্তোনিওর চিফ অব স্টাফকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে অভিযোগে প্রধানমন্ত্রী কস্তার বিরুদ্ধেও তদন্ত শুরু করার ঘোষণা দেয় প্রসিকিউটর অফিস।

তবে, পদত্যাগ করার আগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন কস্তা। তিনি বলেন, ‘আমি বিচারব্যবস্থাকে পুরোপুরি বিশ্বাস করি। যদি সন্দেহজনক কিছু থাকে, বিচারব্যবস্থা সেটি কোনো বাধা ছাড়াই দেখতে পাবে। আমি আইনের ঊর্ধ্বে নই।’

এদিকে, বিরোধীরা অবিলম্বে সরকারকে পদত্যাগ দাবি জানিয়েছে। দেশটির অবকাঠামো মন্ত্রীকেও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

পর্তুগালের প্রসিকিউটর অফিস জানিয়েছে, প্রধানমন্ত্রীর নামে হওয়া এ দুর্নীতির বিষয়টি দেখছেন সুপ্রিমকোর্ট।

ঢাকা বিজনেস/এনই



আরো পড়ুন