নওশীন অমি। মূলত নজরুল সংগীত শিল্পী। গেয়ে থাকেন সব ধরনের গান। তবে নজরুল সংগীতই তার পছন্দের জায়গা। বুধবাসরী আয়োজন বেনুকার ৩১তম পর্বে আজ ভালো লাগা কিছু নজরুল সংগীত গাইবেন নওশীন অমি।
মিউজিক্যাল ল্যাব শো বেনুকায় প্রচারিত হবে আজ বুধবার (১২ জুলাই, ২০২৩) রাত ১০টায়। বেনুকার ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে একযোগে প্রচার হবে সংগীত বিষয়ক অনুষ্ঠানটি। সরাসরি সম্প্রচার শেয়ার করা হয় ঢাকা বিজনেস এর ফেসবুক পেজ থেকেও। অনুষ্ঠান ধারণ করা হয় বেনুকা’র নিজস্ব স্টুডিওতে।
বেনকুা নিবেদন করছে ভিসতা অ্যান্ড্রয়েড টিভি। মিডিয়া পার্টনার ঢাকা বিজনেস ডটকম।
বেনুকা টিম এই অনুষ্ঠানটিকে বলছে, মিউজিক ল্যাব বা সংগীতের ল্যাবরেটরি। এখানে গান পরিবেশনার পাশাপাশি থাকছে গান নিয়ে আলোচনা। গানের সুর, কথা, রাগ, তাৎপর্য, প্রেক্ষাপট এবং মূল্যায়ন ইত্যাদি বিশ্লেষণ করা হয় এই অনুষ্ঠানে।
বেনুকা উপস্থাপক উদয় হাকিম বলেন, নানা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ধীরে ধীরে বেনুকা আলাদা একটি স্টাইলে পরিণত হবে।
তিনি বলেন, গান হচ্ছে আত্মার খোরাক। গানের সঙ্গে তার প্রেক্ষাপট এবং গানের ভেতরে লুকায়িত ভাব কথন মানুষ জানতে চায়। সেই চিরন্তন আগ্রহ থেকেই বেনুকার এই উদ্যোগ। বেনুকা’র আয়োজনে স্পন্সর হিসেবে পাশে থাকায় তিনি ভিসতা ইলেকট্রনিক্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এরইমধ্যে ট্রাব (টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ) আয়োজিত মিউজিক অ্যাওয়ার্ডে সেরা ওটিট মিউজিক্যাল শো’র পুরস্কার পেয়েছে বেনুকা।
বেনুকায় গাইতে পারেন যে কেউ। তবে অবশ্যই তাকে সংগীত বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে। বেনুকায় গাইতে চাইলে হোয়াটস অ্যাপে (০১৫৭২১৬৮১৯৪) গানের লিঙ্ক এবং এসএমএস পাঠাতে পারেন। অথবা ই-মেইল (udayhakim2050@gmail.com) করতে পারেন।
বেনুকার ফেসবুক লিঙ্ক: Benuka
বেনুকার ইউটিউব লিঙ্ক: Benuka
ঢাকা বিজনেস/এইচ