১৮ মে ২০২৪, শনিবার



ভৈরবের ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের তিন কর্মকর্তা বরখাস্ত

ঢাকা বিজনেস ডেস্ক || ২৪ অক্টোবর, ২০২৩, ০৫:১০ পিএম
ভৈরবের ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের তিন কর্মকর্তা বরখাস্ত


কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রেলওয়ের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার(২৪ অক্টোবর) রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বরখাস্তকৃতরা হলেন- লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেন। 

এর আগে ২৩ অক্টোবর বিকেল পৌনে ৪টায় ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে ঢাকাগামী এগারোসিন্ধু ট্রেনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী আরেকটি কনটেইনার ট্রেনের সংঘর্ষ হয়। এতে এগারোসিন্ধু ট্রেনের দুটি বগি উল্টে যায়। এ ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আহত শতাধিক যাত্রীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন সিকদার জানান, বিকেলে ঢাকা অভিমুখী এগারোসিন্ধু এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশন থেকে ছেড়ে যায়। এরপর লাইন পরিবর্তন করে আরেক লাইনে প্রবেশ করছিল। তবে সম্পূর্ণ ট্রেনটি আরেক লাইনে প্রবেশের আগেই ওই লাইনে আরেকটি কনটেইনার ট্রেন ঢুকে পড়ে। এতে ট্রেনটির পেছনের দিকে সংঘর্ষ হলে দুটি বগি উল্টে যায়।

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন