২৬ জুন ২০২৪, বুধবার



কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

ক্রীড়া ডেস্ক || ১৬ মার্চ, ২০২৩, ১১:০৩ পিএম
কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক জয়


বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় নেপালের বিপক্ষে আজ (১৬ মার্চ) মাঠে নেমেছিল বাংলাদেশ। আধিপত্য বিস্তার করে খেলে জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় বাংলাদেশের।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র এই ম্যাচে তিনটি লোনাসহ নেপালকে ৪০-২৪ পয়েন্টে জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যাচের প্রথমার্ধেও বাংলাদেশ এগিয়ে ছিল ২১-৯ পয়েন্টে।

ম্যাচসেরা হন রাসেল হাসান। আগের দুই ম্যাচে বাংলাদেশ যথাক্রমে পোল্যান্ডকে ৫০-২২ এবং আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে হারায়।

এদিকে, নিজেদের তৃতীয় ম্যাচে এটা নেপালের দ্বিতীয় হার। প্রথম ম্যাচে তারা ইরাকের কাছে দুভার্গ্যজনকভাবে (৪৯-৪৮) এক পয়েন্টে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে অবশ্য ইংল্যান্ডকে ৩৯-২৪ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল।

টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা আরও জোড়ালো করলো বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতেই হেরে শেষ চারে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেলো নেপালের জন্য।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ শুক্রবার (১৭ মার্চ)। প্রতিপক্ষ ইংল্যান্ড। খেলাটি শুরু হবে দুপুর ২টায়। আর নেপালের পরবর্তী ম্যাচ একইদিনে বিকেল ৪টায়, প্রতিপক্ষ আর্জেন্টিনা।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন