১৮ মে ২০২৪, শনিবার



হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ইবাদত

ক্রীড়া ডেস্ক || ২১ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ইবাদত


এশিয়া কাপের আগে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকে ছিটকে গেলেন পেসার ইবাদত হোসেন। সোমবার (২১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। চোটমুক্ত না হওয়ায়  তার পরিবর্তে ভাবনায় আছেন দুই পেসার তানজীম হাসান সাকিব ও খালেদ আহমেদ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেন।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ে চোট পেয়েছিলেন ইবাদত। ছিটকে যান টি-টোয়েন্টি সিরিজ থেকে। এরপর চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজম্যান্ট।

প্রধান নির্বাচক সংবাদমাধ্যমে বলেন,‘ইবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না। তাই এশিয়া কাপে ওকে ছাড়াই যাবে দল। আমরা দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করব। তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।’

ঢাকা বিজনেস/এমএ/




আরো পড়ুন