১৭ জুন ২০২৪, সোমবার



আরও নথির ফাঁসের আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ঢাকা বিজনেস ডেস্ক || ১১ এপ্রিল, ২০২৩, ০২:০৪ পিএম
আরও নথির ফাঁসের আশঙ্কা যুক্তরাষ্ট্রের ছবি: আনাদোলু এজেন্সি


মার্কিন নথিপত্র ফাঁসের ঘটনায় জাতীয় নিরাপত্তার জন্যে গুরুতর ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, এসব গুরুত্বপূর্ণ নথির বেশিরভাগই ইউক্রেনযুদ্ধ সংক্রান্ত। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলছেন, নথি ফাঁসের ঘটনা আরও নথি ফাসের আশঙ্কা তৈরি করছে।  সোমবার (১০ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, নথিপত্র ফাঁসের বিষয়টি বিচার বিভাগ তদন্ত করছে। ধারণা করা হচ্ছে, এসব নথিতে ইউক্রেন যুদ্ধের তথ্যসহ মার্কিন মিত্রদের গোপন বিশ্লেষণ আছে। মার্কিন কর্মকর্তারা এখন তাদের আশ্বস্ত করার চেষ্টা করছে।

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে,  গত কয়েকদিন ধরে টুইটার, টেলিগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মার্কিন গোপন নথির কয়েক ডজন ছবি দেখা গেছে। এসব নথী  সোশ্যাল মিডিয়া ছাড়াও মূলধারার মিডিয়াগুলোরও দৃষ্টি আকর্ষণ করে। 

প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তা ক্রিস মেঘের বলেন, ‘অনলাইনে প্রকাশিত নথিগুলো জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি ও ভুল তথ্য ছড়ানোরও আশঙ্কা তৈরি করছে।’ তিনি আরও বলেন, নথীগুলো কিভাবে ফাঁস হলো, তা নিয়ে এখনো তদন্ত করছি। এ ধরনের তথ্য কিভাবে, কারা, কাকে দিয়েছে, সেই সব বিষয় গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।’

প্রতিরক্ষা বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রথমে এসব গোপন নথি বিভিন্ন সাইটে দেখা গেলেও এখন অনেক নথিই দেখা যাচ্ছে না। যুক্তরাষ্ট্র এসব নথি সরানোর কাজ করছে।’ তিনি  বলেন, প্রাথমিকভাবে ৬ এপ্রিল সকালের আগ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে এ বিষয়ে জানানো হয়নি। ওইদিন নিউইয়র্ক টাইমসে নথি ফাঁস নিয়ে সংবাদ প্রকাশিত হয়।’

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি জানান, নথি ফাঁসের বিষয়টি গত সপ্তাহের শেষ দিকে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার শেষ এখানেই নয়,  কিরবি আশঙ্কা করছেন, এমন গোপন ও স্পর্শকাতর আরও অনেক নথিই ফাঁস হয়ে পড়তে পারে।  

ঢাকা বিজনেস/এনই/ 



আরো পড়ুন