২৬ জুন ২০২৪, বুধবার



ধর্মঘটে যোগ দিলেন ‘হ্যারি পটার’

বিনোদন ডেস্ক || ২৪ জুলাই, ২০২৩, ১২:০৭ পিএম
ধর্মঘটে যোগ দিলেন ‘হ্যারি পটার’


চলতি বছরের ২ মে থেকে প্রতিবাদ ও আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকারেরা। পরিশ্রম ও কাজের ভিত্তিতে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে, মূলত এই দাবিতে আন্দোলন শুরু করেন তারা। এবার এই ধর্মঘটে যোগ দিয়েছেন হ্যারি পটার খ্যাত তারকা ড্যানিয়েল র‍্যাডক্লিপ। ৩ মাসের সন্তানকে কোলে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে এই আন্দোলনে যোগ দেন তিনি। অভিনেতার সঙ্গে ছিলেন প্রেমিকা এরিন ডার্কও।

শুধু ন্যায্য পারিশ্রমিক নয়, সিনেমা বা সিরিজ অথবা যেকোনো সৃজনশীল কাজের ক্ষেত্রে শিল্পীদের বিকল্প হিসেবে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধেও আওয়াজ তোলেন তারা। এতে কর্মক্ষেত্রে ক্ষতির সম্মুখে পড়ছেন তারা।

জানা গেছে, মে মাস থেকে আন্দোলন চালাচ্ছেন ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’ তথা ‘ডব্লিউজিএ’র প্রায় ১১ হাজার ৫০০ জন সদস্য। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড- আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস’ তথা ‘এসএজি–আফট্রা’র প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য।

গেল ১০ দিনের বেশি সময় ধরে নেটফ্লিক্স ও ডিজনি স্টুডিওর বাইরে বসে আন্দোলনে করছেন লেখক ও চিত্রনাট্যকাররা। সম্প্রতি ওই কর্মসূচিতেই যোগ দিয়েছেন অভিনেতাদের ইউনিয়নও।

ইতোমধ্যে হলিউডের এই ধর্মঘটে সমর্থন জানিয়েছেন টম ক্রুজ, রবার্ট ডাউনি জুনিয়র, কিলিয়ান মার্ফি, এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পিউয়ের মতো তারকারাও। এবার সেই আন্দোলনে ৩ মাসের পুত্রসন্তানকে কোলে নিয়ে যোগ দিলেন ড্যানিয়েল ও এরিনও।

ঢাকা বিজনেস/এন/



আরো পড়ুন