১৭ জুন ২০২৪, সোমবার



সিলেটে বৃষ্টির হানা, বন্ধ খেলা

ক্রীড়া ডেস্ক || ১৬ জুলাই, ২০২৩, ০৬:০৭ পিএম
সিলেটে বৃষ্টির হানা, বন্ধ খেলা


বল হাতে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। তাসকিনের তোপে ১৬ রানে উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল। পাওয়ার প্লে শেষে আফগানদের সংগ্রহ ৩৪ রানে ২ উইকেট। ষষ্ঠ  ওভারে মোস্তাফিজ ১৩ রান না দিলে অবশ্য আরও কম হতো। ক্রিজে লড়ছেন নবী-ইবরাহীম। 

তৃতীয় ওভারের প্রথম বলে তাসকিনকে দারুণ ড্রাইভে চার মেরে রানের খাতা খোলেন জাজাই। পরের ৩ বলে কোনো রানের সুযোগ দেননি এই ডানহাতি পেসার। একটি ওয়াইড হয়। আর চতুর্থ বলেই জাজাইকে ফেরান সাজঘরে। এক্সট্রা বাউন্সে জাজাই কাট করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটের কানায় লেগে যায় উইকেটের পেছনে। ৫ বলে ৪ রন করেন জাজাই। ক্রিজে ইবরাহীমের সঙ্গী মোহাম্মদ নবী। তাসকিন ২ ওভারে ১৪ রান দিয়ে নেন ২ উইকেট। 

রোববার (১৬ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।  

প্রথম ম্যাচে দুই উইকেটের জয়ে সিরিজে এগিয়ে সাকিরের দল। ওই এক জয়ে টাইগারদের সামনে এখন আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। শেষ খেলায় জিতলেই সিরিজ হবে টাইগারদের। তবে হারলেও সিরিজ হাতছাড়া হওয়ার ভয় নেই। তাই অনেকটা নিরাপদ অবস্থানে থেকে ও মানসিক স্বস্তি নিয়েই এদিন মাঠে নেমেছে টাইগাররা।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন