দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের প্রচেষ্টার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বর্তমান সরকার আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘‘আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা দিতে আমরা ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০' প্রণয়ন করেছি।’’ তিনি বলেন, ‘আর্থিকভাবে অসচ্ছল মানুষ ছাড়াও এসিডদগ্ধ নারী-পুরুষ, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা, বিনা বিচারে আটক ব্যক্তি, প্রতিবন্ধী, পাচারকৃত নারী বা শিশুদের সম্পূর্ণ সরকারি অর্থ ব্যয়ে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘লিগ্যাল এইড অফিসগুলোকে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং মামলাজট কমানোর লক্ষ্যে এসব অফিসকে ‘এডিআর কর্নার' বা 'বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্র স্থল' হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।’’তিনি বলেন, ‘দেশের জনগণকে বিনা খরচে সরকারি আইনগত সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে, যা সারাদেশের আদালতগুলোতে মামলাজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’’
শেখ হাসিনা বলেন, ‘আমরা ভয়ভীতি ও বৈষম্য দূর করে নিরাপদ জীবন নিশ্চিত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এসডিজি'র অন্যতম লক্ষ্য ‘ন্যায়বিচারে প্রবেশাধিকার' অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’ সূত্র: বাসস
ঢাকা বিজনেস/এনই/