০৬ জুলাই ২০২৪, শনিবার



ঘষেটি বেগম রূপে দেখা যাবে কাকে?

বিনোদন ডেস্ক || ০৭ জুন, ২০২৩, ০৮:০৬ এএম
ঘষেটি বেগম রূপে দেখা যাবে কাকে?


বাংলা, বিহার ও ওড়িশার নবাব আলীবর্দী খানের বড় মেয়ে ও নবাব সিরাজউদ্দৌলার খালা নবাবজাদী মেহের উন নিসা বেগম। ঘসেটি বেগম নামেই বেশি পরিচিত তিনি।

১৭৫৭ সালে ঘসেটি বেগম ছিলেন বাংলার অন্যতম প্রভাবশালী নারী। সেই সময়ের পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজউদ্দৌলা। নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে মীর জাফরকে সাহায্য করেছিলেন ঘসেটি বেগম।

আর এ কারণেই ঘসেটি বেগমের নামের সঙ্গে ‘বিশ্বাসঘাতক’ তকমা যুক্ত করেন অনেকে। তবে এক পর্যায় নিজের অজান্তে তিনিও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন।

এবার ঘসেটি বেগমের জীবনী বড় পর্দায় নিয়ে আসছেন পশ্চিমবঙ্গের নির্মাতা অর্জুন দত্ত। আর এই বায়োপিকেই অভিনয়ের গুঞ্জন উঠেছে জনপ্রিয় দুই অভিনেত্রী জয়া আহসান ও স্বস্তিকা মুখার্জি। এ দিকে চরিত্রটির জন্য পাওলি দামের নামও উঠে এসেছে।

তবে ঘসেটি বেগম চরিত্রে কে অভিনয় করবেন সে নিয়ে চলছে অনেক জল্পনা-কল্পনা। এর আগে অর্জুন দত্তের ‘গুলদস্তা’ ও ‘শ্রীমতী’ সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখার্জি। তাই কেউ বলছেন, এই চরিত্রের জন্য নির্মাতার পছন্দ স্বস্তিকা।

এদিকে সকল বিষয়, ভাবনার কথা চিন্তা করে এ প্রস্তাব গেছে জয়া আহসানের কাছে। কারণ, সিনেমাটির সময়কাল ও তৎকালীন বাংলার নবাবী পোশাকের সঙ্গে জয়ার লুকটাই বেশি মানানসই বলে মনে করছেন নির্মাতারা।

নির্মাতা বলেন, 'ঘসেটি বেগম বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। নিজের অজান্তেই উনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। চরিত্রটা নিয়ে এক সময় পড়াশোনা করেছি। নারী মনস্তত্ত্ব নিয়ে কাজ করতে সব সময়ই পছন্দ করি।' অভিনয়শিল্পী, লোকেশন চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা।

তবে সিনেমায় অভিনয়ের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি জয়া আহসান কিংবা স্বস্তিকা মুখার্জি। এদিকে পাওলি দামও পালন করছেন নীরব ভূমিকা।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন