২৯ জুন ২০২৪, শনিবার



কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন বৃটিশ হাইকমিশনার

টাঙ্গাইল করেসপন্ডেন্ট || ১২ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন বৃটিশ হাইকমিশনার


টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১২ আগস্ট) সকালে তিনি কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেন। 

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘কুমুদিনীর শিক্ষা ও চিকিৎসাসেবা  কার্যক্রম সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। কুমুদিনীর স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরি শিক্ষা বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য কাজে আসবে।’ এ বিষয়ে তারা সহযোগিতা করে থাকেন বলে তিনি উল্লেখ করেন।

এর আগে সকালে তিনি কুমুদিনী হাসপাতালে এসে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। 

এসময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক সম্পা সাহা, মহাবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) অনিমেশ ভৌমিক উপস্থিত ছিলেন। 

বৃটিশ হাইকমিশনার মিসেস সারাহ কুক কুমুদিনী হাসপাতালের লাইব্রেরিতে চা চক্র শেষে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। পরে নৌকা যোগে হোমস সংলগ্ন লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক বাড়ি পরিদর্শনে যান। 

এ ছাড়া তিনি কুমুদিনীর চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে কুমুদিনী হাসপাতাল ও উইমেন্স মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন। 

নোমান/এইচ



আরো পড়ুন