১৭ জুন ২০২৪, সোমবার



কর্পোরেট কর্নার
প্রিন্ট

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন মশিউর রহমান

ঢাকা বিজনেস ডেস্ক || ০৪ জুন, ২০২৩, ০৯:০৬ পিএম
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন মশিউর রহমান


বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. মশিউর রহমান। রোববার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে এই পদে নিয়োগ দেওয়া হয়। 

কর্মজীবনে মো. মশিউর রহমান প্রশাসন বিভাগ, সিআইবি, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ, বরিশাল অফিস ও ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। মশিউর রহমান দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত কোর্স ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। তিনি অত্যন্ত বিনয়ী ও সদালাপী। পেশাগত কাজে তিনি দায়িত্বশীল।

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন