১৯ মে ২০২৪, রবিবার



মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল সংবাদদাতা || ১৩ জুন, ২০২৩, ০২:০৬ পিএম
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন


মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছেন শিক্ষকরা। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে শহরের নিরালা মোড়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সভাপতি গোলাম রব্বানী।  তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পাসের আগেই দাবি মেনে নিতে হবে।’দাবি না মানা হলে কঠোর আন্দোলন করা হবে বলেও জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা মীর আশরাফ হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, সহ-সভাপতি বুলবুলি বেগম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।  

ঢাকা বিজনেস/নোমান/এন



আরো পড়ুন