০৪ এপ্রিল ২০২৫, শুক্রবার



তাহিরপুরে অতিবৃষ্টিতে বেড়েছে নদ-নদীর পানি

তানভীর আহমেদ, তাহিরপুর (সুনামগঞ্জ) || ১৫ জুন, ২০২৩, ০৫:৩৬ এএম
তাহিরপুরে অতিবৃষ্টিতে বেড়েছে নদ-নদীর পানি


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টানা ২ দিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। সেইসঙ্গে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন হাওরে পানি প্রবেশ করছে। উপজেলার সীমান্তবর্তী জাদুকাটা, পাঠলাই, রক্তি ও বৌলাই নদীতে ঢলের পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৪ জুন) সকাল থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল নামা শুরু হলে পানি বাড়তে থাকে।

বৃহস্পতিবার (১৫ জুন) সকালে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা এলাকার ১০০ মিটার সড়কটি পানিতে ডুবে গেছে। এছাড়া তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর সড়কের কিছু অংশ পানিতে ডুবে যায়। এভাবে পানি বাড়তে থাকলে দুই-এক দিনের মধ্যে উপজেলার নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাহিরপুর উপজেলা সহকারী কমিশন (ভূমি) আসাদুজ্জামান রনি জানান, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি হলেই তাহিরপুর উপজেলায় পাহাড়ি ঢল নামে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের পানি উপজেলার বিভিন্ন নদী দিয়ে প্রবল বেগে নিন্মাঞ্চলে ও হাওরে প্রবেশ করছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ১০৭ মিলিমিটার। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে হাওর ও নদীর পানি বেড়েছে। আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকবে। এতে করে হাওর ও নদীর পানিও অব্যাহতভাবে বাড়তে থাকবে। 

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন