২৬ জুন ২০২৪, বুধবার



হিলি দিয়ে ভারত থেকে প্রথমবারের মতো এলো নারিকেল

দিনাজপুর প্রতিনিধি || ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:০২ পিএম
হিলি দিয়ে ভারত থেকে প্রথমবারের মতো এলো নারিকেল


দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবাারের মতো নারিকেল আনলো আমদানিকারক প্রতিষ্ঠান নাসা এন্টার প্রাইজ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টারদিকে দুটি ভারতীয় ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল আমদানি করা হয়।  পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। 

নাসা এন্টার প্রাইজের মালিক মো. নুর ইসলাম বলেন, ‘দেশে নারিকেলের চাহিদা থাকায় বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ু থেকে দুটি ভারতীয় ট্রাকে ৫০ মেট্রিক টন নারিকেল এনেছি।  প্রতি মেট্রিক টন নারিকেল ২৫০ ডলারে আমদানি করা হয়েছে।’

নুর ইসলাম আরও বলেন, ‘নারিকেলগুলো ট্রাক থেকে নামিয়ে পোর্টের ভেতরে গুদামজাত করা হচ্ছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে ছাড় করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।’

ঢাকা বিজনেস/বুলু/ 



আরো পড়ুন