১৮ মে ২০২৪, শনিবার



লেখক ক্যাটালগ
প্রিন্ট

মালিহা তাবাসসুম

ঢাকা বিজনেস ডেস্ক || ০১ ডিসেম্বর, ২০২২, ০৫:৪২ পিএম
মালিহা তাবাসসুম মালিহা তাবাসসুম


মালিহা তাবাসসুম। লেখক, সংগীতশিল্পী ও আবৃত্তিকার।

জন্ম ও শৈশব
মালিহা তাবাসসুম ১৯৯৯ সালের ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আব্দুল মালেক টিপু একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। মা তাসলিমা মালেক কেয়া সাহিত্যিক। ৩ ভাইবোনের মধ্যে মালিহা বড়। তার শৈশব-কৈশোর কেটেছে ধানমন্ডি, মতিঝিল ও খিলগাঁও এলাকায়।

শিক্ষাজীবন 
মালিহা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি-এইচএসসি শেষ করে এমবিবিএস পড়ছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে।

সংগীত শিক্ষা 
মালিহা বাংলাদেশ বেতারে গান করেন।  

ডাবিং আর্টিস্ট 
নাগরিক টিভি, মাছরাঙাসহ বিভিন্ন টিভি চ্যানেলে ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। 

লেখালেখি
২০১৯ সালে স্পাই থ্রিলার ‘বৃত্তবন্দি’ দিয়ে সাহিত্যের জগতে আত্মপ্রকাশ করেন। ২০২০ সালে সাইকোলজিক্যাল থ্রিলার ‘জিগোলো’ রচনা করেন। এরপর একে একে প্রকাশিত হয়ে উপন্যাস ‘ইনফিরিওরিটি  কমপ্লেক্স’,  ‘অ্যাকিলিসের টেন্ডন’।

 পুরস্কার ও সম্মাননা
২০১৫ সালে জাতীয় পর্যায়ে নজরুল  অ্যাকাডেমি (ভাষা আন্দোলনের স্থপতি সংগঠন তমুদ্দিন মজলিস আয়োজিত) থেকে ক্লাসিক্যাল সংগীত ও আবৃত্তি পুরস্কার। 
২০২০ সালে বাংলামাটি ওয়েবসাইটে সেরা পঞ্চাশ ঔপন্যাসিকের সম্মাননা।
২০২১ সালে রকমারি বেস্টসেলার (সেরা বিশে)।।

২০২২ সালে নগদ রকমারি বেস্টসেলার হিসেবে মালিহার বই প্রথম পুরস্কার অর্জন করে।



আরো পড়ুন