কবীর আলমগীর। বাংলাদেশি লেখক, গবেষক। পেশা সাংবাদিকতা।
জন্ম ও শিক্ষাজীবন
কবীর আলমগীর ঝিনাইদহ সরকারি কে সি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর ২০০৬ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স-এমফিল সম্পন্ন করেছেন।
কর্মজীবন ও সাংবাদিকতা
২০০৮ সালে কালের কণ্ঠে সাংবাদিকতা শুরু। এরপর পরিবর্তন ডটকম, জাগো নিউজ, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকম, রাইজিংবিডিতে চাকরিজীবন। এখন যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কাজ করছেন সারাবাংলা ডটনেটে।
কবীর আলমগীর ঢাকা সাব-এডিটসর কাউন্সিলের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন। এর আগের মেয়াদে ছিলেন সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক। এ ছাড়া তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য।
রচনা ও প্রকাশনা
এ পর্যন্ত তার তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হলো কবিতার বই ‘গহীন বুকে বিষের চারা’, গবেষণাগ্রন্থ ‘আহমদ ছফার উপন্যাসে সমাজ ও জীবন’ এবং জীবনীগ্রন্থ ‘মাস্টার দা সূর্যসেন’।