১৮ মে ২০২৪, শনিবার



মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক || ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ পিএম
মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা নিউজিল্যান্ড


দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে নিউজিল্যান্ডের স্পিনারদের তোপে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দুই সেশনে শেষে ১৭২ রানেই গুঁড়িয়ে গেছে টাইগাররা। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ভালো শুরুরই বার্তা দিচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৫০ রান। 

নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। প্রথম ৫ ওভারে দুজন যোগ করেন ১৯ রান। ষষ্ঠ ওভারে এসে বাধে বিপত্তি। এ সময় মিরাজের বলে ১১ রানে বোল্ড হন কনওয়ে।

পরের ওভারে ফের উইকেট শিকারের আনন্দে মাতে বাংলাদেশ। এবার তাইজুলের বলে ফেরেন আরেক ওপেনার ল্যাথাম। নুরুল হাসান সোহানের দারুণ রিফ্লেক্স ক্যাচে পরিণত হওয়ার আগে ৪ রান করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভালো করেন কেন উইলিয়ামসন। তবে আজ তাকে ১৩ রানের বেশি করতে পারেননি তিনি। হেনরি নিকোলস করেছেন ১ রান। বিপদের মুখে রানের খাতা খোলার আগেই ফিরেছেন টম ব্লান্ডেল।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন