২৬ জুন ২০২৪, বুধবার



এয়ারলাইন্স-শিপিং কোম্পানি খুলতে পারবে বৈদেশিক মুদ্রার হিসাব

স্টাফ রিপোর্টার || ১১ এপ্রিল, ২০২৩, ০৫:০৪ পিএম
এয়ারলাইন্স-শিপিং কোম্পানি খুলতে পারবে বৈদেশিক মুদ্রার হিসাব


দেশীয় শিপিং কোম্পানি ও এয়ারলাইন্সের নামে বৈদেশিক মুদ্রা হিসাব খোলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব প্রতিষ্ঠান বিদেশ থেকে যে পরিমাণ অর্থ আনবে, তার ৭৫ শতাংশ তাদের বৈদেশিক মুদ্রা হিসাবে জমা করতে পারবে। বাকি ২৫ শতাংশ অর্থ টাকায় নগদায়ন করতে হবে। সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা হিসাব থেকে জাহাজ বা এয়ারক্রাফটের পরিচালন ব্যয় নির্বাহ করা যাবে।  বাংলাদেশি শিপিং কোম্পানি ও এয়ারলাইন্সের নামে বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের পরিচালক সারওয়ার হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘দেশের শিপিং কোম্পানি ও এয়ারলাইন্সের বৈশ্বিক কার্যক্রম প্রসার লাভ করছে। এ বিবেচনায় বিদেশ থেকে দেশে আনা বা প্রাপ্ত অর্থের (ইনওয়ার্ড রেমিট্যান্স) ৭৫ শতাংশ সংশ্লিষ্টদের নামে স্থাপিত বৈদেশিক মুদ্রা হিসাবে জমা করা যাবে। অবশিষ্ট অর্থ টাকায় নগদায়ন করতে হবে। বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি দিয়ে জাহাজ বা এয়ারক্রাফটের পরিচালন ব্যয়ের সুযোগ দেওয়া হয়েছে।’

ঢাকা বিজনেস/ তারেক/এনই/




আরো পড়ুন