১৯ মে ২০২৪, রবিবার



বিজয়ীর হাসি হাসলো ঋষি

বিনোদন ডেস্ক || ০৩ এপ্রিল, ২০২৩, ১০:০৪ এএম
বিজয়ীর হাসি হাসলো ঋষি


গ্র্যান্ড ফিনালের মাধ্যমে রোববার (২ এপ্রিল) পর্দা নেমেছে ‘ইন্ডিয়ান আইডল ১৩’ আসরের। শেষ মুহূর্তের লড়াইয়ে প্রতিযোগী ছিলেন ঋষি সিং, দেবস্মিতা চৌধুরী ও চিরাগ কোতওয়াল।

অবশেষে বিজয়ীর মুকুট উঠেছে ঋষির মাথায়। দ্বিতীয় রানার আপ হয়েছেন দেবস্মিতা।

বিজয়ী হওয়ার পর ঋষি বলেন, 'আগে আমাকে কেউ চিনতো না, জানতো না। আমার পরিচয় খুঁজে দিয়েছে এই ইন্ডিয়ান আইডল। সবার এতো ভালোবাসা পেয়ে আমি ভীষণ আনন্দিত। এই মিউজিক্যাল জার্নিটা আমার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। আগামীতে আমি আরও বেশি পরিশ্রম করব। সেই সঙ্গে যারা এই জার্নিতে আমাকে সাপোর্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।'

বিজয়ীর ট্রফি জেতার পাশাপাশি একটি বিলাসবহুল গাড়ি ও ২৫ লাখ টাকার পুরস্কারমূল্যও পেয়েছেন ঋষি।

এবার ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে ছিলেন হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি ও নেহা কক্কর। সঞ্চালনা করেছেন আদিত্য নারায়ণ।

গ্র্যান্ড ফিনালে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরিচালক জুটি আব্বাস-মস্তান, পরিচালক-সঙ্গীতশিল্পী বিশাল ভরদ্বাজ, সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট ও তার সুরেলা জীবনসঙ্গিনী রেখা ভরদ্বাজ।

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন