২৬ জুন ২০২৪, বুধবার



রোববার মেয়ের আকিকা দিবেন পরীমণি

বিনোদন ডেস্ক || ১১ মে, ২০২৪, ০৩:০৫ পিএম
রোববার মেয়ের আকিকা দিবেন পরীমণি


চিত্রনায়িকা পরীমণির দুইজনের সংসার তিনজনে পরিণত হয়েছে। সম্প্রতি একটি কন্যা সন্তানের দত্তক নিয়েছেন তিনি। ফলে পুত্রসন্তানের পর কন্যা সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। পরী তার মেয়ের নাম রেখেছেন, সাফিরা সুলতানা প্রিয়ম। অভিনেত্রী জানিয়েছেন, পৃথিবীতে আসার ৬ দিন বয়স হয়েছে কন্যার। নিয়ম মেনেই সন্তানের দত্তক নিয়েছেন তিনি। 

এবার এই অভিনেত্রী জানালেন, রোববার (১২ মে) কন্যার জন্য বিশেষ এক আয়োজন করতে যাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিজেই জানিয়েছেন পরী নিজেই। দ্বিতীয় সন্তানের আকিকার আয়োজন করবেন আগামীকাল।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে সাফিরা সুলতানা প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।’

যদিও মেয়েকে এখনও প্রকাশ্যে আনেননি এই অভিনেত্রী। ভক্তদের কাছে সেজন্য একটু সময় চেয়েছেন তিনি। বলেছেন, খুব শিগগিরই মেয়েকে নিয়ে প্রকাশ্যে আসবেন। 



আরো পড়ুন