১৮ মে ২০২৪, শনিবার



ইউরোপে পোশাক রপ্তানিতে ২য় বাংলাদেশ

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ জানুয়ারী, ২০২৩, ০২:৩১ পিএম
ইউরোপে পোশাক রপ্তানিতে ২য় বাংলাদেশ


ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বেড়েছে ৪১ দশমিক ৭৬ শতাংশ। করোনা ও যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসা-বাণিজ্য যখন প্রায় স্থবির হয়ে পড়েছিল, সেই সময় বাংলাদেশ পোশাক রপ্তানিতে অনেক এগিয়ে গেছে। ইউরোপীয় ইউনিয়েনের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সবশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে দেখা যায়, ইইউতে পোশাক রপ্তানিতে প্রথম অবস্থানে চীন, দ্বিতীয়তেই বাংলাদেশ। 

প্রকাশিত তথ্য অনুয়ায়ী, ইউরোপীয় ইউনিয়ন গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ৮৬ দশমিক ৭৪ শতাংশ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে। যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৪১ শতাংশ বেশি।

পরিসংখ্যান অনুসারে, ২৯ দশকি ৩৯ শতাংশ অংশীদারিত্ব নিয়ে চীন ইইউতে বড় পোশাক সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে। ২০২২ সালের প্রথম দশ মাসে ইইউরোপীয় ইউনিয়নের আমদানি ২২ দশমিক ৪৩ শতাংশ প্রবৃদ্ধিসহ ২৫ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

চীনের মতো একই সময়ে তুরস্ক থেকে আমদানি বছরওয়ারি ১৮ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। তুরস্ক থেকে ইইউতে আমদানি ১০ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ভারত থেকে ইইউ’র আমদানি ৪ দশমিক ২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ৪৬ শতাংশ।

ইইউ’র শীর্ষ আমদানি সরবরাহকারীদের মধ্যে কম্পোডিয়ার ৩৯ দশমিক ৬৯ শতাংশ, ভিয়েতনামের ৩৩ দশমিক ৫ শতাংশ, পাকিস্তানের ২৮ দশমিক ৫৫ শতাংশ, মরক্কো ৯ দশমিক ৫৯ শতাংশ, শ্রীলঙ্কা ১৮ শতাংশ এবং ইন্দোনেশিয়া ৩১ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে পোশাক রপ্তানিকারক সংগঠনের (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল সাংবাদিকদের বলেন, ‌‘প্রবৃদ্ধি অনুসারে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ স্থান অর্জন হয়েছে। ইউরোপে বাংলাদেশ বরাবরই ভালো। সেখানে বাংলাদেশের পোশাকের চাহিদা রয়েছে।’ 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন