০২ জুন ২০২৪, রবিবার



নিশাঙ্কা-পেরেরার ব্যাটে উড়ছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক || ১৬ অক্টোবর, ২০২৩, ০৪:১০ পিএম
নিশাঙ্কা-পেরেরার ব্যাটে উড়ছে শ্রীলঙ্কা


এবার বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার একই দশা। কেউ তাদের প্রথম ২ ম্যাচে জেতেনি কারো সঙ্গে। আজ (১৬ অক্টোবর) বলা যায় ২ দলের জন্য  টিকে থাকার লড়াই। যে দল হারবে, তার জন্য পরবর্তী ধাপে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে।  

এদিকে, ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটা থেকে মাঠে গড়াচ্ছে ম্যাচটি। 

অস্ট্রেলিয়ার বোলারদের সামলে বেশ ভালো সূচনা করেছে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে বিনা উইকেটে ৯৬ রান নিয়েছে লঙ্কানরা। নিশাঙ্কা আর কুশল পেরেরা দুজনই অপরাজিত আছেন।

ইনজুরির কারণে এই ম্যাচে দাসুন শানাকাকে অধিনায়কের দায়িত্বে দেখা যাচ্ছে না। এ ছাড়া একাদশ থেকে জায়গা হারিয়েছেন পাথিরানা। তবে, একই টিম নিয়ে মাঠে নেমেছে অজিরা।

অস্ট্রেলিয়া একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক।

শ্রীলঙ্কা একাদশ : কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, দুনিথ ভাল্লালাগে, মহেশ থিকশানা, দিলশান মাদুসাংকা, লাহিরু কুমারা।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন