২৮ জুন ২০২৪, শুক্রবার



অর্থনীতি
প্রিন্ট

সূচকের পতনে লেনদেন শেষ

স্টাফ রিপের্টার || ২৮ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম
সূচকের পতনে লেনদেন শেষ


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ মঙ্গলবার (২৮ মার্চ) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনও কমেছে। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ২৭২ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৪৫ কোটি ৫৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৩১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১০ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১টির।

সিএসইতে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সিএসইতে ৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা বিজনেস/তারেক/এনই/



আরো পড়ুন