১৯ মে ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

প্রক্টরসহ চবি প্রশাসনের ১৭ জনের পদত্যাগ

চবি প্রতিনিধি || ১২ মার্চ, ২০২৩, ০৭:৩৩ পিএম
প্রক্টরসহ চবি প্রশাসনের ১৭ জনের পদত্যাগ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরসহ প্রশাসনের ১৭ জন পদত্যাগ করেছেন। 

রোববার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদের কাছে তারা এই পদত্যাগপত্র জমা দেন বলে তিনি নিশ্চিত করেন। 

রেজিস্ট্রার বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে রোববার দুপুরে প্রক্টর, সহকারী প্রক্টর, আবাসিক হলের প্রভোস্টসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা ১৭ কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন। আমরা তাদের তালিকা তৈরি করছি।’ 

প্রশাসনিকসহ বিভিন্ন ইস্যুতে নানা জটিলতার কারণে তারা পদত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয়সূত্রে জানা গেছে।

প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। গবেষণার কাজ ও একাডেমিক ব্যস্ততার কারণে এ দায়িত্ব থেকে আরও আগেই সরে আসতে চেয়েছিলাম। আজ পদত্যাগপত্র জমা দিয়েছি।’

এম/এম



আরো পড়ুন