০৪ মে ২০২৪, শনিবার



ক্যাম্পাস
প্রিন্ট

রাবির ৪৩ বিভাগে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন

রাবি সংবাদদাতা || ২৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:১২ পিএম
রাবির ৪৩ বিভাগে স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৩টি বিভাগে প্রথমবারের মতো আধুনিক সুবিধা সম্বলিত স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের স্মার্ট ক্লাসরুমের  উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

এসময় উপ-উপাচার্য (শিক্ষা)অধ্যাপক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ,  পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হক এবং বিভিন্ন অনুষদের অধিকর্তা ও বিভাগীয় সভাপতিবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করে উপাচার্য বলেন,‘বর্তমান প্রযুক্তি দিনদিন এগিয়ে চলেছে ফলে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ সুবিধার কথা চিন্তা করেই এই স্মার্ট ক্লাসরুমের সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে একযোগে ৪৩টি বিভাগে এই স্মার্ট ক্লাসরুম চালু করা হচ্ছে। এখন থেকে আমাদের উচিত হবে স্মার্ট ক্লাসরুমের রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানা।’

যে বিভাগগুলো এই স্মার্ট ক্লাসরুমের আওতায় এসেছে সেই বিভাগের সংশ্লিষ্টরা যেন এই রুমের ব্যবহার সম্পর্কে জানতে পারে সেদিকে আইসিটি সেন্টারকে নজর দেওয়ার জন্য আহ্বান জানান। বিভাগে যারা তরুণ শিক্ষক রয়েছে তাদের এ সম্পর্কে খুব ভালো করে জানার জন্য বলেন। স্মার্ট ক্লাসরুম ব্যবহার করার ফলে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি যেমন আগ্রহ বাড়বে তেমনি তথ্য প্রযুক্তি সম্পর্কেও তাঁরা জানতে পারবে বলেও উপাচার্য উল্লেখ করেন।

ঢাকা বিজনেসে/এমএ/



আরো পড়ুন