২৬ জুন ২০২৪, বুধবার



৯২ হাজার টাকা বেতনে কর্মী নিচ্ছে অ্যাকশনএইড

ঢাকা বিজনেস ডেস্ক || ০৪ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:৩২ পিএম
৯২ হাজার টাকা বেতনে কর্মী নিচ্ছে অ্যাকশনএইড


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাকশনএইড বাংলাদেশ। প্রতিষ্ঠানটি কো-অর্ডিনেটর পিপল ফর চেঞ্জ পদে চুক্তিভিত্তিক ১ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

কর্মস্থল : ঢাকা

আবেদনের যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা : কোনো উন্নয়ন সংস্থার মুভমেন্ট অব ইয়াং পিপল, সাপোর্ট ফর ইয়ুথ লেড চেঞ্চ প্রকল্পে অন্তত ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অনুসারে অ্যাকশনএইডে আগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া পরামর্শ প্রদান ও যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট, সামাজিক যোগাযোগমাধ্যম ও জুমের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ ‍সুবিধা : মাসিক মোট বেতন ৯২,৩৪২ টাকা। পাশাপাশি মেডিক্যাল সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, উৎসব বোনাস ও প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে।

অনলাইনে আবেদন করতে ক্লিক করুন এখানে।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন