২৬ জুন ২০২৪, বুধবার



টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || ০৭ নভেম্বর, ২০২৩, ০২:১১ পিএম
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান


বিশ্বকাপের ৩৯তম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। যেখানে এই ম্যাচ জিতলেই সেমির টিকিট নিশ্চিত হবে  অস্ট্রেলিয়ার অন্যদিকে সেমির আশার বাঁচিয়ে রাখতে হলে জয়ের বিকল্প নেই আফগানদের। এমন সমীকরণে টস জিতে আগে ব্যাট করার সিন্ধান্ত নিয়েছে আফগানিস্তান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২ টা ৩০ মিনিটে। 

এবারের আসরে শুরুটা মোটেই ভালো হয়নি অস্ট্রেলিয়ার। নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে বসে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে। তবে টানা দুই হারের পর টানা পাঁচ জয়ে নিজেদের চেনা ছন্দে ফিরে প্যাট কামিন্সের দল। ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে অজিরা।

সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ৬-এ আছে রশিদ-নবিরা। সেমির স্বপ্নে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই মিলছে ম্যাচে। 

অস্ট্রেলিয়া একাদশ

ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, নাভিন-উল হক।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন