১৯ মে ২০২৪, রবিবার



ক্যাম্পাস
প্রিন্ট

এক পশলা স্বস্তির বৃষ্টি ইবিতে!

নাজমুল হুসাইন, ইবি || ০৬ মে, ২০২৪, ০৫:০৫ পিএম
এক পশলা স্বস্তির বৃষ্টি ইবিতে!


মাস ব্যাপি টানা দাবদাহে পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নেমেছে স্বস্তির বৃষ্টি। সোমবার (০৬ মে) বিকাল ৪টায় নামে ঝুম বৃষ্টি। আধঘণ্টার বৃষ্টিতে রুক্ষ প্রকৃতি যেন প্রাণ ফিরে পায়। শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে নেমে আসে স্বস্তি।

সোমবার দুপুর থেকে আকাশে মেঘের ঘনঘটা। দুপুর গড়িয়ে বিকেলে নেমে আসে বৃষ্টি। এসময় শিক্ষার্থীদের বৃষ্টিবিলাস করতে দেখা যায়। ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীরা নেচে গেয়ে করেছেন উল্লাস। কেউ কেউ হলের বারান্দায় বৃষ্টিকে উৎসর্গ করে গানও গেয়েছে। কেউ কেউ ফ্রেমবন্দি করেছেন সেই স্মৃতি। অনেকে ফুটবল নিয়ে নেমেছেন মাঠে।  

টানা মাস দুয়েক তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় এই উচ্ছ্বাস ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।কোনো কোনো শিক্ষার্থ  একটু রম্যভাবেও উপস্থাপনা করেছেন এই বৃষ্টিকে। 

আশিক নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমার এলাকায় শীতের সকালে কুয়াশা ঝরার মতো বৃষ্টির শুভেচ্ছা।’

 সাথী নামের এক শিক্ষার্থী বলেন, ‘আহা বৃষ্টি! এ যেন টানা গরমের মাঝে একটু শান্তির পরশ।’

ক্যাম্পাস এলাকার ভ্যান চালক তোতা বলেন, ‘আগুনের মতো উত্তাপের মাঝে ভ্যান চালিয়েছি সংসার চালাতে। আল্লাহর রহমতে আজ বৃষ্টি হওয়ার পর থেকে মন ও শরীরে শান্তি লাগছে।’



আরো পড়ুন