জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন তাপসী দে প্রাপ্তি ও সাধারণ সম্পাদক আহনাফ তাহমীদ খান রাইয়ান। রোববার (২৪ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত শুক্রবার দিবাগত রাতে ‘তব আঠারোর শুনেছি জয়ধ্বনি’ স্লোগানে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে জেইউডিও’র সদ্য সাবেক সভাপতি নূর আহম্মদ হোসেন নতুন এ কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি (প্রশাসন) জাহিদুল ইসলাম নাবিল, সহ-সভাপতি (বাংলা) ফারিম আহসান, সহ-সভাপতি (ইংরেজি) মির্জা সাকি, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) লামিয়া ইসলাম প্রত্যাশা, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) সাদমান অলিভ ও যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) মোয়াল্লেম হাসনাত দিদার।
এছাড়া সাংগঠনিক সম্পাদক সাদমান কৌশিক, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর মোর্শেদ তামীম, অনুষ্ঠান সম্পাদক ফাতিমা-তুজ-জোহরা, অর্থ সম্পাদক ইবনে আহমেদ আলবিরুনী রাজন, দপ্তর সম্পাদক মালিহা নামলাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিফানূর রহমান ফায়েজ, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদাত ইবনে ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তাজুন ইসলাম, প্রেস ও মিডিয়া সম্পাদক জান্নাতুন্নেছা বিনতে জামান এমিলি এবং ইংরেজি সেশন সমন্বয়ক মো. আল লুবান। এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন- আসিফুল ইসলাম আকাশ, বর্ণ সাহা বিশাল ও চন্দন কুমার রায়।
অন্যদিকে জেইউডিও’র ইংলিশ ফোরামের কো-অরডিনেটর হিসেবে মির্জা সাকি, মেম্বার সেক্রেটারি হিসেবে সাদমান অলিভ, সেশন কো-অরডিনেটর হিসেবে মো আল লুবান এবং সদস্য হিসেবে ইশতিয়াক বিন ইকবাল ও সামিয়া ইসলাম দায়িত্ব পালন করবেন।
ঢাকা বিজনেস/এমএ/