১৮ মে ২০২৪, শনিবার



একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা-বায়োমেট্রিক

টাঙ্গাইল সংবাদদাতা || ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:৩২ পিএম
একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা-বায়োমেট্রিক


প্রথমবারের মতো টাঙ্গাইলে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিআরটিএ অফিস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার। বিআরটিএ’র সহকারী পরিচালক আলতাব হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, বিআরটিএ’র অফিসের রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ। এসময় বিআরটিএ’র অফিসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের মধ্যে এটি প্রথম উদ্যাগ একসঙ্গে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হবে। এমনকি ১৫ দিনের মধ্যে একজন গ্রাহকের বাড়িতে ড্রাইভিং কার্ড পৌঁছে যাবে। 

নোমান/এম



আরো পড়ুন