২৬ জুন ২০২৪, বুধবার



হিলিতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ১২ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম
হিলিতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ


কয়েকদিনের অতিরিক্ত গরমে দিনাজপুরের হিলিতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এ ছাড়াও, পেটব্যাথা, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগী দিন দিন বাড়ছে উপজেলা হাসপাতালে।

হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, প্রতিদিন গড়ে ১০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ ছাড়াও, বহির্বিভাগে পেটব্যাথা, সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত ১৫০ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। 

বুধবার (১২ এপ্রিল) রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

মহিলা ওয়ার্ডে ভর্তি আরজিনা বেগম বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দু’দিন থেকে ভর্তি আছি। ডাক্তার স্যালাইন-ওষুধ দিয়েছেন। এখন অনেকটাই সুস্থ আছি।’ 

শিশুকে নিয়ে ভর্তি হওয়া আনোয়ারা খাতুন বলেন, ‘মঙ্গলবার ( ১১ এপ্রিল) ৪ বছর বয়সী ছেলে ডায়রিয়ায় আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তি করেছি। ডাক্তাররা নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।’ 

হাকিমপুর ( হিলি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস ঢাকা জিবনেসকে বলেন, ‘গোলো কয়েকদিন ধরে প্রচণ্ড রোদের কারণে গরম বাড়ছে। সেইসঙ্গে ইফতারিতে বাইরের খাবার খাওয়ার জন্যই ডায়রিয়া ও অন্যান্য রোগীর চাপ বেড়েছে।’

 শ্যামল কুমার আরও বলেন, ‘রোগীদের চিকিৎসার পাশাপাশি ইফতারিতে ভাজা-পোড়া না খাওয়া, হাত ভালোভাবে পরিষ্কার করাসহ বেশি করে পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন