নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসতে যাচ্ছে বাংলাদেশের মিরপুর শের-ই-বাংলা ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে । দশ দলের টুর্নামেন্টটি আগামী ৩ অক্টোবর শুরু হয়ে পর্দা নামবে ২০ অক্টোবর। গত রোববার ঢাকায় টুর্নামেন্টটির গ্রুপিং ও সূচি চূড়ান্ত হয়েছিল। যেখানে পাঁচটি দল করে একটি গ্রুপ নির্ধারণ হরা হয়। তবে সেদিন দুই গ্রুপেরই পঞ্চম দলটির নাম ফাঁকা রাখা ছিল। মঙ্গলবার (৭ মে) পূরণ হয়ে গেছে সেই শূন্যস্থানও।
মঙ্গলবার রাতে আবুধাবিতে বাছাইপর্বের ফাইনালে শ্রীলঙ্কা স্কটল্যান্ডকে হারাতেই পূরণ হয়েছে শূন্যস্থান। বাছাইপর্বের রানার্সআপ হিসেবে চূড়ান্ত পর্বে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে স্কটিশ নারী দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও স্কটল্যান্ড ছাড়াও আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা।
আগামী ৩ অক্টোবর মিরপুরে বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ওই দিন বেলা ৩টায় মিরপুরেই প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ:
তারিখ ম্যাচ ভেন্যু সময়
৩ অক্টোবর -বাংলাদেশ-স্কটল্যান্ড মিরপুর সন্ধ্যা ৭টা
৫ অক্টোবর -বাংলাদেশ-ইংল্যান্ড মিরপুর সন্ধ্যা ৭টা
৯ অক্টোবর -বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ মিরপুর বিকেল ৩টা
১২ অক্টোবর -বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মিরপুর সন্ধ্যা ৭টা