১৭ জুন ২০২৪, সোমবার



পল্লীমা মেলায় ক্রেতার আগ্রহের কেন্দ্রে ছিল ভিসতা

মোহাম্মদ তারেকুজ্জামান || ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:৩২ পিএম
পল্লীমা মেলায় ক্রেতার আগ্রহের কেন্দ্রে ছিল ভিসতা


রাজধনীর খিলগাঁওয়ে পল্লীমা সংসদ মাঠে তিন দিনব্যাপী পল্লীমা মেলার শেষদিন ছিল শনিবার (১১ ফেব্রুয়ারি)। এদিন শেষ মুহূর্তের বেচাকেনার ধুম পড়েছিল। এবারের মেলায় দেশীয় ইলেক্ট্রনিকস পণ্য প্রতিষ্ঠান ভিসতাসহ ৫৫ প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এই ৫৫ প্রতিষ্ঠানের স্টলের মধ্যে হস্তশিল্প ও বুটিকসের স্টল ছিল ৪৮টি এবং খাবারের স্টল ৭টি। এরমধ্যে ক্রেতাদের আগ্রহের মূল কেন্দ্রে ভিসতা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

ক্রেতা-বিক্রেতারা বলেন, মেলায় অনেক আপডেট পণ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। আবার মেলা উপলক্ষে অনেক স্টলে ছাড় থাকে। কেনা সম্ভব হয়। বিক্রেতারা বলেছেন, মেলায় বিক্রি যতটা না হয়, বেশি হয় প্রচার। 

খিলগাঁওয়ের তালতলা থেকে মেলায় এসেছেন নবী খান। তিনি ঢাকা বিজনেসকে বলেন, ‘কিছু পণ্য কিনলাম মেলা থেকে। পরিস্থিতি অনুযায়ী পণ্যের দাম ঠিকই আছে। গতবার যা ১০০ টাকায় কিনতে পেরেছি এবার তা ১২০ টাকায় পাওয়া গেছে। আমি এই দামকে বেশি বলবো না।’

সাবিনা পরিবার নিয়ে মেলায় এসেছেন। তিনি বলেন, ‘মেলায় ঘুরলাম, কেটাকাটা করলাম, ভালো লেগেছে। ইলেক্ট্রনিকস পণ্য প্রতিষ্ঠান ভিসতার পণ্যগুলো দেখে ভালো লেগেছে। পণ্যতে ছাড়ও ছিল।’  

ভিসতার অ্যাসিসটেন্ট ডিরেক্টর নেওয়াজ মোর্শেদ বলেন, ‘প্রতিদিনই ভিসতা টিভি বিক্রি হচ্ছে। দর্শনার্থীরা ভিসতা টিভি পছন্দ করছেন।’

মেলায় স্টল বরাদ্দ নিয়েছে রেগুলার ওয়ার। প্রতিষ্ঠানটির এডমিন অ্যান্ড সিইও সালমা আক্তার সোয়লী বলেন, ‘মেলার দ্বিতীয় দিন বিক্রি তেমন করতেই পারিনি। কাস্টমাররা শুধু প্রোডাক্ট দেখেন। কিন্তু আজকে মোটামুটি ভালো বিক্রি হয়েছে।’

পল্লীমা মেলার আয়োজক পল্লীমা মহিলা পরিষদ। সংগঠনের সভাপতি শিরিন বেগম বলেন, ‘দর্শনার্থীরা মেলায় বেশ ভালো এসেছেন। নাগরদোলা, চরকি বেশ ভালো পছন্দ করেছেন তারা।’ 

সরেজমিনে ঘুরে আরও দেখা গেছে, মেলার এবারের আসরে ভিসতাসহ ৫৫টি প্রতিষ্ঠানের স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। এই ৫৫টি স্টলের মধ্যে হস্তশিল্প ও বুটিকসের স্টল ছিল ৪৮টি এবং খাবারের স্টল ৭টি।

পল্লীমা মহিলা পরিষদ আয়োজিত মেলার উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি)। তিন দিনব্যাপী এই মেলার শেষ দিন ছিল শনিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন