২৬ জুন ২০২৪, বুধবার



সূচকের ৮৬ পয়েন্ট পতনে লেনদেন ৪০৯ কোটি টাকা

ঢাকা বিজনেস ডেস্ক || ১৯ মে, ২০২৪, ০৩:০৫ পিএম
সূচকের ৮৬ পয়েন্ট পতনে লেনদেন ৪০৯ কোটি টাকা


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারদর। গতদিনের তুলনায় কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৬ দশমিক ১৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৩১ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’২০ দশমিক ৫২ পয়েন্ট কমে ১ হাজার ১৯১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৫ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৮ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৪০৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৭৯ লাখ টাকা।

সোমবার ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২২টি কোম্পানির, বিপরীতে ৩৪৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।



আরো পড়ুন