২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



বাইসাইকেলে নেপাল থেকে হিলিতে জার্মান রাষ্ট্রদূত

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || ১৭ ডিসেম্বর, ২০২২, ০৭:১২ এএম
বাইসাইকেলে নেপাল থেকে হিলিতে জার্মান রাষ্ট্রদূত


নেপালে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর থোমাস প্রিন্স বাইসাইকেলে চড়ে দিনাজপুরের হিলি চেকপোস্ট এসেছেন। রাষ্ট্রদূত তার স্ত্রীর সঙ্গে ছুটি কাটানোর উদ্দেশ্যে শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসেন।  

জার্মান রাষ্ট্রদূত বাইসাইকেল নিয়ে হিলিতে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম। এসময়  উপস্থিত ছিলেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামানসহ বিজিবি সদস্যরা। 

ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রম শেষে রাষ্ট্রদূত ডক্টর থোমাস প্রিন্স টমাস স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর ঢাকায় তার স্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বাইসাইকেলে চড়ে হিলি ত্যাগ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ-আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘বাংলাদেশ সফল তার অফিসিয়াল কোনো প্রোগাম না। তিনি শখের বসে বাইসাইকেলে চড়ে নেপালের কাঠমান্ডু থেকে  ঢাকায়  তার স্ত্রীর সঙ্গে ছুটি কাটানোর জন্য গেলো ১০ ডিসেম্বর রওনা দেন। প্রতিদিন ১২৫ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে ৬ দিনে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। যেহেতু তিনি একজন রাষ্ট্রদূত, সে কারণে তাকে সীমান্তের জিরোপয়েন্টে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।’

ইউএনও আরও বলেন, ‘এর আগে ডক্টর থোমাস প্রিন্স ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত জার্মান রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে নিযুক্ত ছিলেন। বর্তমানে নেপালের কাঠমান্ডুতে নিযুক্ত আছেন।’ 

ঢাকা বিজনেস/বুলু/এম



আরো পড়ুন