০৫ জুলাই ২০২৪, শুক্রবার



সকালে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || ০৩ জুলাই, ২০২৪, ০১:০৭ এএম
সকালে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে ব্রাজিল


কোপা আমেরিকায় সকালে আবারও নামছে ব্রাজিল। প্রতিপক্ষ উড়তে থাকা কলম্বিয়া। যারা এরই মধ্যে নিশ্চিত করেছে শেষ আট। কোয়ার্টারে যেতে ড্র করলেও হবে সেলেসাওদের। তবে হারলে তাকিয়ে থাকতে হবে কোস্টারিকা-প্যারাগুয়ে ম্যাচের দিকে। মেলাতে হবে সমীকরণ। বুধবার (৩ জুলাই) টেক্সাসের কিউটু স্টেডিয়ামে সকাল সাতটায় শুরু হবে এই ম্যাচ। একই সময় ক্যালিফোর্নিয়ায় কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। 

প্যারাগুয়েকে হারিয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। কোপা আমেরিকায় টিকে আছে সেলেসাওরা। খোলা আছে কোয়ার্টার ফাইনালের দুয়ার। সেজন্য, কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেই চলবে সাবেক চ্যাম্পিয়নদের। কিন্তু হারলে শঙ্কা। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে টেবিলের দুইয়ে ব্রাজিল। এক পয়েন্ট নিয়ে তিনে কোস্টারিকা। কলম্বিয়ার কাছে ব্রাজিল হারলে আর প্যারাগুয়ের বিপক্ষে কোস্টারিকা জিতলে দু’দলের পয়েন্ট হবে সমান চার। সেক্ষেত্রে গোল ব্যবধানে নির্ধারণ হবে দু’দলের ভাগ্য। যে হিসাবে অবশ্য এগিয়ে সাম্বা ফুটবলের দেশটি।

প্রতিপক্ষ কলম্বিয়া নির্ভার। ব্যাক টু ব্যাক জয়ে এই গ্রুপ থেকে সবার আগে নাম লিখিয়েছে শেষ আটে। নেস্তর লোরেঞ্জোর অধীনে রীতিমতো অপরাজেয় কলম্বিয়া। প্রায় দু’বছর আগে আর্জেন্টাইন কোচের দায়িত্ব নেয়ার পর গেলো ২২ ম্যাচে হারেনি হামেস রদ্রিগেজ-লুইস দিয়াজরা। সবমিলে টানা ২৫ ম্যাচ অপরাজিত লস সেফেতেরোসরা।

ভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগো-লুকাস পাকেতাদের ফর্ম আশা জাগালেও দুশ্চিন্তার নাম ব্রাজিলের অধরাবাহিকতা ও ভঙ্গুর রক্ষণ। শেষ দশ ম্যাচে মাত্র তিন জয় সেলেসাওদের। ক্লিনশিট মাত্র একটি।

সবশেষ বিশ্বকাপ বাছাইয়ে হারলেও হেড টু হেডে এগিয়ে ব্রাজিল। দু’দলের ২৩ দেখায় মাত্র দু’জয় কলম্বিয়ারা। ১৩টিতে ব্রাজিল। এবার সে পার্থক্য আরও বাড়ানোর সুযোগ সেলেসাওদের।

বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে কোপার মহারণ। জানা গেছে, বাংলাদেশে খেলা দেখা যাবে স্পোর্টসভিত্তিক চ্যানেল টি-স্পোর্টসে।

এছাড়া টি-স্পোর্টস অ্যাপ, লাইভস্পোর্টস ও ইয়াল্লা ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে ম্যাচটি। আর ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করা যাবে।



আরো পড়ুন