০৫ জুলাই ২০২৪, শুক্রবার



জনবল নিচ্ছে নিরাপদ সমাজ

ঢাকা বিজনেস ডেস্ক || ০৩ জুলাই, ২০২৪, ০২:০৭ পিএম
জনবল নিচ্ছে  নিরাপদ সমাজ


সরকার অনুমোদিত  আর্থ-সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান ‘নিরাপদ সমাজ’ জরুরি ভিত্তিতে তিন পদে লোক নিয়োগ দিচ্ছে। 

যে-সব পদে লোক নেওয়া হচ্ছে, সেগুলো হলো: 

শাখা ব্যবস্থাপক: ১ জন। যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্রাতক পাস

শাখা হিসাবরক্ষক: ১ জন।  যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম  স্নাতক পাস

মাঠ সংগঠক: ১ জন। যে-কোনো স্বীকৃত কলেজ থেকে ন্যূনতম এইচএসসি পাস

যে-সব শর্ত পূরণ করতে হবে:

০১. আবেদনকারীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, ফোন/মোবাইল নম্বর, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যেগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সব সনদের অনুলিপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।  

০২. খামের ওপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ করে আগ্রহী প্রার্থীকে আগামী ১৫/০৭/২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন নির্বাহী পরিচালক, নিরাপদ সমাজ, প্রধান কর্যালয়, পাথরাইল, দেলদুয়ার, টাঙ্গাইল বরাবর পাঠাতে হবে। 

০৩. প্রাথমিক বাছাইয়ে পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবল উপযুক্ত প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে।

০৪. বেতন ভাতা আলোচনা সাপেক্ষ। 

০৫. অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

০৬. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

০৭. শাখা ব্যবস্থাপক ও হিসাবরক্ষককে মোটরসাইকেল এবং মাঠসংগঠক বাইসাইকেল চালানোয় অভিজ্ঞ হতে হবে। 

০৮. কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই যে-কোনো সময় আবেদন বাতিল এবং নিয়োগ সংক্রান্ত যে-কোনো প্রসঙ্গে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

 



আরো পড়ুন