১৬ জুন ২০২৪, রবিবার



ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

স্টাফ রিপোর্টার || ০২ জানুয়ারী, ২০২৪, ১১:০১ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের


কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় পোশাক কারখানা ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেডের শতাধিক শ্রমিক। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে তারা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

এই সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে যাত্রীরা চরম দুভোর্গে পড়েন। চান্দিনার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চান্দিনা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে রাজি হচ্ছেন না। 

এদিকে, কয়েকজন নারী শ্রমিক জানান, ৩ মাস ধরে তাদের বেতনা বকেয়া পড়েছে। তারা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখেন। বেলা ১২টার দিকে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান-চলাচল স্বাভাবিক হতে শুরু করে। 

ঢাকা বিজনেস/ইউএইচ/এনই



আরো পড়ুন