১৮ মে ২০২৪, শনিবার



লিটন-রনি আউট, ১৯ ওভারে ২০১ রান বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || ২৭ মার্চ, ২০২৩, ০৩:০৩ পিএম
লিটন-রনি আউট, ১৯ ওভারে ২০১ রান বাংলাদেশের


আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে ব্যাটে নেমেছিলেন লিটন ও রনি। ইতোমধ্যে দুজনই আউট হয়েছেন। রনি ৩৮ বল খেলে করেছেন ৬৭ রান। লিটনও ২৩ বল খেলে ৪৭ রান করেছেন। ব্যাট করছেন হৃদয় ও সাকিব।  

প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০১ রান। নাজমুল হোসেন শান্ত ১৩ বল খেলে ১৪ রান এবং শামীম ২০ বল খেলে ৩০ রান করে আউট হন।   

এদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হয়েছে ম্যাচটি। সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে এখনো টস জিততে পারেনি বাংলাদেশ।   

তিন পেসার ও তিন স্পিনারের বোলিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশ থেকে আছে একটিই পরিবর্তন। তানভীর ইসলামের জায়গায় এসেছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। 

বাংলাদেশ একাদশ 

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। 

এদিকে, পাঁচটি পরিবর্তন আনা হয়েছে আয়ারল্যান্ড একাদশে। গতকালই জানানো হয়েছে, এ সিরিজে বিশ্রামে থাকবেন নিয়মিত অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।

আয়ারল্যান্ড একাদশ

মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন