০২ জুন ২০২৪, রবিবার



বাগেরহাটে বাসে আগুন

বাগেরহাট প্রতিনিধি || ২৯ নভেম্বর, ২০২৩, ১১:১১ এএম
বাগেরহাটে বাসে আগুন


বাগেরহাটের রামপালের পার্কিং অবস্থায় থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে  খুলনা-‌মোংলা মহাসড়‌কের ফয়লা এলাকায় এই আগুন দেওয়া হয়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আশরাফুল আলম এই তথ্য জানান।

ওসি জানান, ফয়লা বাজার থেকে খানিকটা দূরের নির্জন এলাকায় রাস্তার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । খবর পেয়ে টহল পুলিশের সদস্য ও ফায়ার সার্ভিসকর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন।  এ সময় পাশে থাকা অন্য একটি বাসকে স্থানীয়রা নিরাপদ দূরত্বে সরিয়ে নেন।

ওসি বলেন, ‘এই অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।’

ঢাকা বিজনেস/বাপ্পা/এনই 



আরো পড়ুন